সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

ডাকাত দলের মাস্টারমাইন্ড করিম এর বাবার বাড়ি থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার

মো. ইসমাইলুল করিম / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

পার্বত্য জেলা বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রের অফিস ডাকাতির প্রধান আসামী করিম ডাকাত পুলিশের অভিযানে আটক হয়েছে। (বৃহস্পতিবার ২২ মে) এলাকায় থেকে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর দুপুর দিকে করিমকে সাথে নিয়ে লুন্ঠিত টাকা উদ্ধার অভিযান শুরু করেন পুলিশ। ডাকাত করিম পুলিশের সাথে প্রথমে তার বসতবাড়িতে যায়। সেখানে তার দেখানো জায়গায় দুইঘন্টা পুলিশ মাটি খুঁড়ে অভিযান চালিয়ে কিছু পায়নি। এর পর বিকেল তিনটায় ডাকাত করিম পুলিশকে নিয়ে যায় পার্শ্ববর্তী সাবেক বিলছড়ি সিলটি পাড়ায়। সে প্রথমে পুলিশ টিমকে বিভ্রান্ত করেছে। বিকালবেলা পুলিশ কৌশল পাল্টিয়ে তার বাবার বাড়িতে অভিযান করে মাটির নিচ থেকে লুন্ঠিত ৭০ হাজার টাকা ও তিনটি দেশীয় অস্ত্র, ৬টি কার্তুজ ও ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন।

অভিযানে পরিচালনা করেন, বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন শাখা) মো. আব্দুল করিম, অভিযানে ছিলেন জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জ কামরুল আজম, মামলার আইও (লামা তদন্ত ওসি) ইন্সপেক্টর এনামুল হক, এসআই নরুজ্জামা সহ থানা পুলিশ। এই মামলায় আজ পর্যন্ত মোট আটক ৮জন। এর মধ্যে প্রধান আসামী করিম, তার বাবা ওয়াছের আলী, মা আনোয়ারা বেগম ও স্ত্রী শাকিলা বেগম রয়েছে। এ নিয়ে ৬ দফা অভিযান করে পুরিশ ৫২ লাখ ৪০ হাজার ২০০ টাকা, অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেন। অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম তাৎক্ষনিক সাংবাদিকদেরকে বলেন, বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশ ও লামা থানা পুলিশ টিম অভিযান পরিচালনা করে সফল হয়।তুনি আরও বলেন, বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউচার এ’মামলা ও অভিযানের সার্বিক দিকনির্দেশানা ও মনিটরিং করছেন এ’অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..