সংবাদ শিরোনাম :
নজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত -পরিকল্পনা কমিশনের সদস্য বি এন পি’র ঘাঁটিতে জামায়াতের চমক! অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান বদলগাছীতে অনুষ্ঠিত হলো কৃষিভিত্তিক প্রোগ্রাম পার্টনার কংগ্রেস প্রকল্প সভা জগন্নাথপুরে ৬৪ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ গ্রেফতার ৪ ৩০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জের পূর্বশত্রুতার জেরে ইট দিয়ে থেতলে শিশুকে হত্যার চেষ্টা  ০৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার একমাত্র আসামী মাসুদ ঢাকার পল্লবী থেকে গ্রেফতার কিশোর গ্যাংয়ের বলী হোসিয়ারী শ্রমিক ফারুকের হত্যাকারী আনাস হাজারীবাগ থেকে গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

কিশোর গ্যাংয়ের বলী হোসিয়ারী শ্রমিক ফারুকের হত্যাকারী আনাস হাজারীবাগ থেকে গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

কিশোর গ্যাংয়ের বলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হোসিয়ারী শ্রমিক ফারুক, র‍্যাব-১১ এর অভিযানে হত্যাকারী আনাস(২০) ঢাকার হাজারীবাগ থেকে গ্রেপ্তার।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ফারুক স্থানীয় একটি হোসিয়ারী ফ্যাক্টরিতে মাসিক বেতনে চাকুরী করতেন। গ্রেফতারকৃত আসামী আনাছ এর সহিত ভিকটিম ফারুকের এলাকার ছোট ভাই-বড় ভাই নিয়া কথা কাটা-কাটি হয় এবং ভিকটিমকে প্রায় সময়ই আনাস ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার হুমকী ধমকী প্রদান করে। গত ২৭/১২/২৪ তারিখ রোজ শুক্রবার, রাত আনুমানিক ০৮ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি আনাছ সহ আরো ৭/৮ জন সন্ত্রাসী প্রকৃতির কিশোর দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ধারালো চাপাতি, ছুরি, লাঠি-সোটা নিয়া বেআইনী ভাবে জনতাবদ্ধ হয়ে রাস্তায় ওত পেতে থাকে। ভিকটিম ফারুক তাহার কর্মস্থল হইতে নিজ বাসায় ফেরার পথে ঘটনাস্থলে পৌছামাত্রই আসামীগণ ভিকটিম ফারুকের গতিরোধ করে ও ধাক্কা দেয় এবং ভিকটিম ফারুককে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আসামীদের কোপের আঘাতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম ফারুক জীবন বাঁচানোর জন্য ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসতে থাকলে আসামীগণ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। অতঃপর স্থানীয় লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় প্রথমে স্থানীয় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় এবং ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় পরে ২৮/১২/২০২৪ ইং তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় স্থানান্তর করা হয়। টাকার অভাবে সামান্য চিকিৎসা নিয়ে ৩০/১২/২০২৪ ইং তারিখে ভিকটিম ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে আসে। এ ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে একটি মারামারির মামলা করা হয়। বাড়িতে আসার পর ভিকটিম ফারুকের শারীরিক অবস্থা আশংকাজনক হয়ে পড়লে তাকে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভিকটিম ফারুক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-০৬/০২/২৫।

উক্ত ঘটনায় মামলা রুজূ হওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে মামলার আসামিদের গ্রেফতার করার জন্য র‍্যাব-১১ ছায়া তদন্ত আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব-১১ ও র‍্যাব-৩ এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারী ও তথ্যের ভিত্তিতে ২৬/০৫/২৫ তারিখ ১৬.০০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় ০২নং আসামি কিশোর গ্যাং লিডার মোঃ আনাস প্রধান (২০), পিতাঃ মহসিন প্রধান, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..