সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি হিরো প্রেপ্তার

সারোয়ার হোসেন অপু / ৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার ৯ জুন সকালে মুঠোফোনে এই তথ্য প্রতিবেদককে নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার এসআই আকলিমা।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম ছানাউল হোসেন হিরো (৫০)। তিনি উপজেলার হঠাৎ পাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। এবং নিষিদ্ধ সংগঠন বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি।

এর আগে রবিবার (৮জুন) দিবাগত রাত সাড়ে দশ টার দিকে সদর থানায় হওয়া মামলার প্রেক্ষিতে বদলগাছী ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

ছানাউল হোসেন হিরোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, সোমবার ৯ জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ, গত বছরের ১৫ জুন শনিবার ঈদের দুই দিন আগে জাহেরা বেগম নামের এক নারীর ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছিল কৃষকলীগের ওই নেতা ছানাউল হোসেন হিরোর বিরুদ্ধে। হিরোর বাড়ির গেটে গেলে সে অসৎ উদ্দেশ্যে ছাগলটি বাড়ির ভিতরে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে ছাগলটি অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল হিরো।

এঘটনায় ভূক্তভোগী ওই নারী শুক্রবার (২১ জুন) হিরোকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছিল ঘটনাটি। যা দৈনিক মানবকন্ঠ ও বিভিন্ন প্রিন্ট পত্রিকাসহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছিলো।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..