সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ বিএনপি নেতা গোলাম ফারুক খোকনের পিতা আইসিইউতে পাঁচ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা শাজাহানপুরে জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই করতে ১০০ Waste Bin স্থাপন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেফতার বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ নির্যাতিত সাংবাদিক বাছিতকে দেখতে হাসপাতালে বিএমএসএফ এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান  যমুনার তীব্র ভাঙন: একদিনেই ৫ বিঘা কৃষিজমি নদীগর্ভে, হতাশায় এলাকাবাসী  দুই শিশুসন্তানকে ফেলে গৃহবধূ উধাও, মায়ের জন্য কাঁদছে অসুস্থ দুই শিশু
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

সকালে খালি পেটে লেবুপানি খেলে কি সত্যি ওজন নিয়ন্ত্রণে আসে?

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

অনেকেই সকালে ঘুম থেকে উঠে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা কিংবা কফি পান করেন। এই অভ্যাসটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে চিকিৎসকরা। তাদের মতে সকালে চা-কফি না খেয়ে বরং এক গ্লাস গরম পানিতে দুই চামচ লেবুর রস পান করা যেতে পারে। চাইলে এর সঙ্গে এক চামচ মধুও যোগ করা যেতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে সকালে গরম পানি খাওয়ার উপকারিতা। সেই সঙ্গে ওজন কোমানোর প্রসঙ্গেও কথা বলেছেন চিকিৎসক।

* গবেষণা থেকে জানা গেছে সকালে খালি পেটে ৪০০ মিলিলিটার পানি পান করলে সেটা বিপাকক্রিয়ার হার বাড়ায়। এর ফলে খাবার সহজে হজম হয়। আপনি চাইলে লেবুপানির বদলে লেবুর খোসা চিবিয়ে খেতে পারেন, এতে করেও হজমে সুবিধা হবে।

* সকালে গরম পানি দিয়ে লেবুর রস খেতে কষ্ট হয় অনেকের। তাই লেবুর রস গরম পানি দিয়ে পান করতে খারাপ লাগলে এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন মধু ও সামান্য লবণ। কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলে এই পানীয় দারুণ কাজে দেবে।

* গরমে নিজেকে সতেজ রাখা খুব জরুরি। সারাদিন সতেজ থাকতে সকালের গরম লেবুপানি খেতে পারেন।

* অনেকেই ওজন কমানোর জন্য সকালে খালি পেটে লেবু–মধু–পানি পান করেন। কারণ এই পানীয় খেলে কম ক্ষুধা লাগে। খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে কম ক্যালরি খাওয়া হয়। তাই ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।

ওজন কমাতে লেবুপানি : ওজন কমাতে চাইলে সকালে লেবুপানি পান করা দারুণ উপকারী। তবে সেটা মাত্র এক সপ্তাহে সম্ভব নয়। অনেকেই আছেন যারা দীর্ঘদিন সকালে লেবুপানি পান করলেও ওজন কমছে না, এর পেছনের কারণ জীবনযাপনের অভ্যাস।

একটা বিষয় মনে রাখতে হবে প্রতিদিন সকালে শুধু লেবু–মধু–পানি পান করলেই ওজন নিয়ন্ত্রণ থাকে না। এর জন্য সঠিক খাদ্যাভ্যাস প্রয়োজন। পাশাপাশি ক্যালরি ক্ষয় বাড়াতে নিয়মিত ব্যায়াম করতে হবে। তবে লেবুপানি খেয়ে ব্যায়াম করলে ক্যালরি ক্ষয়ের পরিমাণ বাড়ে। তাই লেবুপানি, খাদ্যাভ্যাস আর ব্যায়াম সুস্বাস্থ্যের জন্য জরুরি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..