বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের গোদাখালি ও ইছামারা গ্রামে আবারও তীব্র আকারে শুরু হয়েছে যমুনা নদীর ভাঙন। গত একদিনেই ভাঙনের কবলে পড়ে প্রায় ৫ বিঘা কৃষিজমি যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। হতাশায় এলাকাবাসীরা। ভাঙন কবলিত এলাকা থেকে মাত্র ২০০ মিটার দরেই রয়েছে একটি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ, যা বর্তমানে ভাঙনের মারাত্মক হুমকিতে রয়েছে। এই বাঁধ ভেঙে গেলে কমপক্ষে চারটি ইউনিয়নের লাখো মানুষ সরাসরি বন্যার ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, মাত্র দুই বছর আগেও একই এলাকায় নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছিল প্রায় ৭০টি বসতবাড়ি। এরপর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর উদ্যোগে নদী ভাঙন রোধে কিছু সাময়িক ব্যবস্থা নেওয়া হয়, ফলে ভাঙন কিছুদিনের জন্য বন্ধ ছিল।
কিন্তু সম্প্রতি নদীর উজান দিক থেকে তীব্র স্রোত এবং ভাঙন নতুন করে শুরু হয়েছে, যার প্রভাবে আবারো জমি এবং ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে স্থানীয়দের দাবি, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
আপনার মন্তব্য প্রদান করুন...