‘নারায়ণগঞ্জ শহর, আমাদের বাড়ি ,
সচেতন হই, পরিষ্কার করি’
-মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ
জেলা প্রশাসন গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই রূপ দিতে বদ্ধপরিকর।গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় তাই জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জ গত ২৯ জুলাই থেকে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে বিশেষ অভিযান পরিচালনা করে । ৭টি খালের ৫৬টি স্পটে ১১.৪৫ কিমি খাল জুড়ে প্রায় ৩৫২৪ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। কিন্তু খাল পরিষ্কার করার পর পুনরায় জনগণ নির্দিষ্ট জায়গার অভাবে সেই খালেই ময়লা ফেলে খাল অপরিষ্কার করে ফেলে । তাই এই বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে স্থাপিত হচ্ছে Waste Bin.
এরই অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে Waste Bin স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। জেলার ১৮টি ইউনিয়নে ১০০ টি Waste Bin স্থাপনের মাধ্যমে একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে । এর ফলে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নাগরিকরা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে পারবেন। পরবর্তীতে ইঞ্জিনচালিত বর্জ্য ভ্যানের মাধ্যমে Waste Bin থেকে বর্জ্যগুলো সংগ্রহ করে একটি নির্দিষ্ট স্থানে ডাম্পিং করা হবে ।আজ ২৫ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে স্থাপিত ‘ Waste Bin‘ এর উদ্বোধনের মাধ্যমেই এই কার্যক্রমের সূচনা হয়।
বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করে নিয়মিত মনিটরিং চালানো হবে। একইসঙ্গে পর্যাপ্ত সাইনবোর্ড স্থাপন করে নাগরিকদের সচেতন করা হবে, যেন নির্দিষ্ট স্থানের বাইরে কেউ আর ময়লা-আবর্জনা ফেলতে না পারে।
এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার পথে জেলা প্রশাসন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...