মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

পাইকগাছায় বিএনপির উদ্যোগে ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্প 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পাইকগাছায় বিএনপির উদ্যোগে ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার  নতুন বাজারে  গ্রামীন চক্ষু হাসপাতালের সহায়তায় গদাইপুর ইউনিয়ন বিএনপি এ ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ২৩শে নভেম্বর রোজ শনিবার সকাল ১০টা থেকে গদাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আবু সালেহ ইকবাল এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক  এ্যাড সাইফুদ্দীন সুমন। বিএনপি নেতা  মাষ্টার বাবার আলী গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ খোরশেদ আলম ও বক্তব্য রাখেন এস এম মোহর আলী,  হাবিবুর রহমান বাবুল. প্রভাষক মনিরুজ্জামান মনি.  হুরাইরা বাদশা. এস এম শামসুজ্জামান.  জামিনুর রহমান রানা  রাসেল হুসাইন. রায়হান পারভেজ টিপু. ওবায়দুল্লাহ সরদার,  আসাদুজ্জামান মামুন. তৈবুর রহমান  ইউনুস সরদার. কামরল ইসলাম. মাহবুব সরদার. আতিয়ার রহমান.  কাজী সোহাগ.  জাহাঙ্গীর গাজী. রাশেদ বিশ্বাস.  আবদুল কুদ্দুস. রিয়াদ. জামাল হোসেন.  কামাল হোসেন. আতিয়ার রহমান,   সোহেল উদ্দীন ও আশরোফ।

 

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..