সংবাদ শিরোনাম :
নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ পাঁচদিন পর উদ্ধার  বগুড়া-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তৌহিদুল আলম মামুনের গণসংযোগ বগুড়ার ৭টি আসনে বিএনপির এমপি প্রার্থীদের ‎সবুজ সংকেত পেলেন যারা মদনপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান: ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যান: এড. টিপু নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান ‎ফতুল্লায় ভূয়া সাংবাদিকের অপকর্মে বিপাকে পেশাদাররা নারীরা পিছিয়ে থাকলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : বাবুল সাংবাদিকদের কলম থামিয়ে সাংবাদিকদের হত্যা ও গুমের শিকার হতে হয়েছে: এড. টিপু মা-বোনদের যে দুঃখ–দুর্দশা রয়েছে, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে তা আর থাকবে না: দিলারা মাসুদ ময়না রূপগঞ্জে নির্মিত এশিয়ান হাইওয়ে সড়কের বালু অবাধে চুরি
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

নদীতে নিখোঁজ স্কুল ছাত্র হৃদয়ের লাশ উদ্ধার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর হৃদয় প্রামানিকের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকার ব্রীজের পূর্ব পাশে ভেসে ওঠা অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
অষ্ঠম শ্রেণী ছাত্র নিহত হৃদয় রহমান নগর গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।
এর আগে শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে হৃদয় প্রামানিক (১৩), নিরব হোসেন (১৪) ও সৌরভ (১৩) নামের তিন কিশোর করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতে তারা ভেসে যায়। স্থানীয়রা নিরব ও সৌরভকে উদ্ধার করতে পারলেও হৃদয় নিখোঁজ হয়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল যুক্ত হয়েও শনিবার সন্ধ্যা পর্যন্ত হৃদয়কে খুঁজে পাওয়া যায়নি। রাত সাড়ে ৬টার দিকে অভিযান স্থগিত করা হয়।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, “শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি। আজ (রবিবার) দুপুরে অভিযান পুনরায় শুরু করলে বেলা সাড়ে ৩টার দিকে ব্রীজের পূর্ব পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, “ আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..