কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশালমিছিল করেছেন দলের নেতাকর্মীরা। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ পৌরসভার বিভিন্ন সড়কে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর কর্মী–সমর্থকরা এ মিছিল করেন।
মিছিলকারীরা বিএনপির ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ‘আওয়ামী লীগের সুবিধাভোগী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নানা স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মী–সমর্থকরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তারা বলেন, এ আসনে আব্দুল্লাহর বিকল্প কোনো প্রার্থী মেনে নেওয়া হবে না। শাহজাহানের মনোনয়ন বাতিল করে আব্দুল্লাহকে প্রার্থী করতে হবে।
মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতা ইবনে আমিন বলেন, “দুঃসময় ও দমন–পীড়নের সময়ে আব্দুল্লাহ ভাই সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। শত মামলায় আইনি সহায়তা, চিকিৎসার খরচ, পারিবারিক সহযোগিতা—সব ব্যক্তিগতভাবে করেছেন। আন্দোলন–সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। অথচ যারা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ ছিলেন, তাদের ইন্ধনে একটি মহল ষড়যন্ত্র করে আব্দুল্লাহ ভাইকে মনোনয়ন থেকে বাদ দিয়েছে।”
মিছিলে অংশ নেওয়া টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম বলেন, “তৃণমূলের মতামতের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ভাই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনৈতিক সহিংসতার কারণে তিনি নিজের শিশুসন্তানকেও হারিয়েছেন, অথচ তাকে উপেক্ষা করা হয়েছে।”
গত ৪ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে কক্সবাজার–৪ আসনে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই টেকনাফে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি।
আপনার মন্তব্য প্রদান করুন...