দলীয় নীতি নয়, এখন দোসরদের কেমিস্ট্রিই রাজনীতির নতুন সূত্র
নারায়ণগঞ্জ বিএনপিতে এখন চলছে এক অদ্ভুত নাটক।
একদিকে আওয়ামী লীগের দোসর বলে পরিচিত মডেল মাসুদ, অন্যদিকে বিএনপির মহানগর সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু— যিনি আজ নিজ মুখেই বললেন, “ওসমানের দোসরদের পাশে জায়গা নেই।”
কিন্তু আশ্চর্যের বিষয় হলো— যাকে নিয়ে এই বয়ান, সেই মাসুদই তো মূলত আওয়ামী দোসর হিসেবেই পরিচিত ছিলেন!
দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই মডেল মাসুদকে ঘিরে তীব্র সমালোচনার ঝড় বইছে।
বিএনপির কর্মী-সমর্থকদের প্রশ্ন—
“দল কি এতটাই নিঃস্ব হয়ে গেছে যে, এখন আওয়ামী ঘনিষ্ঠদেরই আশ্রয় দিতে হচ্ছে?”
রাজনৈতিক মহলে গুঞ্জন,
আগে যাকে সমালোচনা করতেন টিপু, আজ তিনিই তার সঙ্গে বৈঠক করছেন নিজের বাড়িতে।
এমন নাটকীয়তা দেখে অনেকেই বলছেন—
“এই রাজনীতিতে মুখোশের রঙ বদলায় দ্রুত, কিন্তু চরিত্রের গন্ধ বদলায় না!”
এখন প্রশ্ন উঠছে—
টিপু কি সত্যিই দলীয় শৃঙ্খলার কারণে নীরব,
নাকি “স্বাস্থ্যবান পকেটের স্বাস্থ্যকর রেসিপি”য় সন্তুষ্ট?
রাজনীতির মাঠে গরম এই আলোচনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্য।
অনেকেই বলছেন,
“আওয়ামী দোসরকে বিএনপির ছায়ায় আনা মানে হলো দলের ভাবমূর্তি বিকিয়ে দেওয়া!”
শেষ পর্যন্ত সত্য যাই হোক না কেন,
নারায়ণগঞ্জের রাজনীতিতে এই ঘটনাই প্রমাণ করছে—
দলীয় নীতি নয়, এখন দোসরদের কেমিস্ট্রিই রাজনীতির নতুন সূত্র।
আপনার মন্তব্য প্রদান করুন...