সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ‎গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত নব্য বিএনপি সাজা ‘মডেল মাসুদের’ দৌরাত্ম্যে ক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা, নারায়ণগঞ্জ বিএনপিতে ক্ষোভ-অসন্তোষ চরমে বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয়: সাদ্দাম র‍্যাবকে লক্ষ করে সন্ত্রাসীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ তরুণী একে একে পাঁচছাত্রকে বলাৎকার, চার মাতব্বরের মাতব্বরিতে ৪ লাখ টাকায় মিমাংসা  সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি পরিবহণে অগ্নিসংযোগ, ৪০ জনকে আসামি করে মামলা আগামীকাল কখন শুরু হবে রায় ঘোষণা : যা জানা গেলো  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন ফতুল্লায় যুবদল নেতা বডি রতনকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ — সত্য যা উঠে এলো
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

র‍্যাবকে লক্ষ করে সন্ত্রাসীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ তরুণী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ফতুল্লার মাসদাইর এলাকায় ছিনতাইকৃত মোবাইলের জন্য মুদিদোকানদারকে কুপিয়ে জখম করার পর ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায় সন্ত্রাসী জাহিদ। এর একদিনপর এবার র ্যাবকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসী জাহিদ। তার ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জবা নামে (১৮) তরুনীর বুকে লাগে। ওই সময়ে সন্ত্রাসী জাহিদ দ্রুত পালিয়ে যায়।

১৬ নভেম্বর রোববার দুপুরে ফতুল্লার পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্র জানান, গত শনিবার বিকেলে ফতুল্লার মাসদাইর বাজারে আল-আমিনের ছিনতাইকৃত মোবাইলকে কেন্দ্র করে মুদি দোকানদার নাহিদুর রহমান পারভেজের (৩০) সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী জাহিদের তর্ক এবং মারধরের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে জাহিদের সহযোগী গুট্টা মাসুদ, গিট্টু রিপন সহ ৮/১০ এসে পারভেজের মাথায়, হাতে এবং কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তখন পারভেজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ভয় দেখাতে জাহিদ একাধীক ফাঁকা গুলি বর্ষণ করে। এরপর দলবল নিয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

একদিনপর নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় অবস্থিত র ্যাবের একটি গোয়েন্দা দল জাহিদকে গ্রেফতার করতে মাসদাইর গাইবান্ধা এলাকায় অবস্থান নেয়।

এসময় জাহিদ র ্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চার দিকে ঘিরে ফেললে র ্যাবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে জাহিদ।

তখন জাহিদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়িতে থাকা তরুনী জবা আক্তারে (১৮) বুকে বৃদ্ধ হয়। ওইসময় দ্রুত পালিয়ে যায় জাহিদ। এরপর পরিকারের লোকজন জবা আক্তারকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়।

র ্যাবের পক্ষ থেকে তাৎক্ষনিক কোন বক্তব্য পাওয়া না গেলেও ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। এ পুলিশ অফিসার বলেন, আহত তরুনীর খোজ খবর নিতে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলেও পুলিশ গিয়েছে। সন্ত্রাসী জাহিদকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

©:-Newsnarayanganj

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..