সংবাদ শিরোনাম :
কাশীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শাহ আলমের নির্দেশনায় আবেগঘন পরিবেশে দোয়া ও মিলাদ ফতুল্লায় শাহ আলমের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা: গভীর রাতে উদ্বেগে ছুটে গেলেন বাবুল , দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড, ২০ঘর পুড়ে ছাঁই রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা, আলোচনা সভা, বিএনপি ও যুবদলের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার দুপুর থেকে অবস্থার অবনতি, অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের শ্রদ্ধা জ্ঞাপন বরিশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

ফতুল্লায় শাহ আলমের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
oplus_0

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ফতুল্লায় বিভিন্ন ওয়ার্ডে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ শাহ আলমের নির্দেশনায় এ দোয়া কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হয়।

শাহ আলমের আহ্বানে ফতুল্লার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ঘরে ঘরে খতমে কোরআন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় তার নিজ বাসভবনেও এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি। দেশের বাইরে গিয়ে আরাম-আয়েশের জীবন বেছে নেওয়ার শত সুযোগ থাকলেও তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবেসে সবসময় দেশের মাটিতেই থেকেছেন। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি নির্যাতনের পাহাড় সহ্য করেছেন।”

বক্তারা আরও অভিযোগ করেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিনা অপরাধে তাকে ৬ বছর কারাগারে রেখে তিলে তিলে তাকে শেষ করার ষড়যন্ত্র করেছে। এমনকি স্লো পয়জন দেওয়ার অভিযোগও বারবার উত্থাপিত হয়েছে। সেই নির্যাতনের ফলেই আজ তিনি চরম অসুস্থ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন।”

তারা বলেন, “আজ দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার প্রয়োজন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন—এটাই আমাদের প্রত্যাশা।”

দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ শাহ আলমের সাফল্য ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও জাতির শান্তি, স্থিতি ও নিরাপত্তার জন্যও প্রার্থনা করা হয়।

দোয়ার অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহমদ কমিটির অন্যতম সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফিরোজ মাস্টার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী পরিষদের সম্পাদক সৈয়দ মশিউর রহমান শাহিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর রুমি, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান, ৭ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মিসির আলী, সাধারণ সম্পাদক মাজহার, কাশিপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল, শ্রমিকদলের সেক্রেটারি হানিফসহ মান্নান মোল্লা, সাগর, জাহানসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..