বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ফতুল্লার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শাহ আলমের নির্দেশনায় আয়োজিত এ দোয়া কর্মসূচি ঘরে ঘরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। সেই ধারাবাহিকতায় কাশীপুর ইউনিয়ন বাংলা বাজার এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতাআমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত আলম জিতু।
দোয়া মাহফিলে অংশ নিয়ে জিতু বলেন, “বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তিনি কখনো কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি। দেশের বাইরে গিয়ে আরাম-আয়েশের জীবন বেছে নেওয়ার শত সুযোগ থাকলেও তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবেসে সবসময় দেশের মাটিতেই থেকেছেন। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি নির্যাতনের পাহাড় সহ্য করেছেন।”
তিমি আরও অভিযোগ করেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিনা অপরাধে তাকে ৬ বছর কারাগারে রেখে তিলে তিলে তাকে শেষ করার ষড়যন্ত্র করেছে। এমনকি স্লো পয়জন দেওয়ার অভিযোগও বারবার উত্থাপিত হয়েছে। সেই নির্যাতনের ফলেই আজ তিনি চরম অসুস্থ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন।”
বক্তারা এসময় কান্না জড়ত কন্বঠে বলেন, “আজ দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার প্রয়োজন। আল্লাহ যেন তাকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন—এটাই আমাদের প্রত্যাশা।”
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শোক, ভালোবাসা ও প্রত্যাশার মিশ্র আবেগ।
আপনার মন্তব্য প্রদান করুন...