মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

শহীদ মুগ্ধর কবর উত্তরার কামারপাড়ায়

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আলাদা ব্যক্তি, জমজ ভাই তারা। গত ১৮ জুলাই রাজধানী ঢাকার উত্তরার আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মুগ্ধ। পরে মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় মুগ্ধর ‍হাতে সেই ‘পানি লাগবে পানি’র ভিডিও। এ ঘটনার একদিন পর ১৯ জুলাই উত্তরার ১০ নম্বর সেক্টরের কামারপাড়া (বামনারটেক) কবরস্থানে তাকে দাফন করা হয়।

সম্প্রতি ‘মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি’ কিংবা ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’ দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পরিচালিত ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ (CA Press Wing Fact-Check) থেকে ছড়িয়ে পড়া এই দাবিটি ভুয়া বলে জানানো হয়। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও এই দাবিটিকে গুজব বলে নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করতে দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলে বিগত চার বছর কবরস্থান পরিচালনার দায়িত্বে থাকা মোহাম্মদ জাবেদ আলীর সাথে। তিনি বলেন, ‘আমি অক্টোবরেই দায়িত্ব ছেড়েছি কবরস্থানের। আমি দায়িত্বে থাকাকালীন আন্দোলনে নিহত মুগ্ধকে ১৯ জুলাই (শুক্রবার) জুমার নামাজের পর দাফন করা হয়। সেদিন জয় নামের আরেকজনকেও দাফন করা হয় এখানে।’

মীর মাহফুজুর রহমান মুগ্ধ ২০২৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি গত মার্চে এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিইউপিতে। তার জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন। বর্তমানে তিনি ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় হতাহতদের সহায়তায় গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’- এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পানি খাওয়াতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধর মৃত্যু নিয়ে সংশয় জানিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট করা হয়। তার মধ্যে একটি পোস্টে দাবি করা হয়, ‘মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ নামে কেউ ছিলই না! মুগ্ধ ও স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল। মানুষ একজনই!’

সাপোর্টারস অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি ফেসবুক গ্রুপের পোস্টে মুগ্ধের মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ লেখা হয়েছে, ‘মুগ্ধর ডেডবডির ছবি কেউ দেখে নাই, মুগ্ধর পোস্টমর্টেম রিপোর্ট, জানাজা, কবর কই?’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে সম্প্রতি ছড়ানো এক গুজবের ব্যাপারে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার জমজ ভাই স্নিগ্ধ। গুজব ছড়ানোর আগে রটনাকারীদের নিজেদের ভাই-বোন-পরিবারের কথা চিন্তা করতে বলেছেন তিনি।

গত শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় ৭৯ জন শহীদ পরিবারের সদস্যদের চেক বিতরণের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..