সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

অত্যাধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে হাজী আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

ফাহমিদা এমি / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর দেলপাড়া মীর্জা বাড়ি রোডে অত্যাধুনিক চিকিৎসা সেবার লক্ষ্যে যাত্রা শুরু করলো হাজী আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। সোমবার ৭ জুলাই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম টিটু।

উদ্বোধনী অনুষ্ঠানে টিটু বলেন, “জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এখানে আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সেবা দেওয়া হবে – যা স্থানীয় মানুষের জন্য বড় আশীর্বাদ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “সেবা একটি ইবাদত। এখানে যারা কাজ করবেন, তারা যেন সেবাকে মূল ব্রত হিসেবে গ্রহণ করেন – সেই প্রত্যাশা রাখি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, চিকিৎসক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। উদ্বোধনের পরপরই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তচাপ পরিমাপের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, এই ক্লিনিকে সার্জিক্যাল অপারেশন থেকে শুরু করে প্যাথলজি, এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ সকল আধুনিক ডায়াগনস্টিক সুবিধা পাওয়া যাবে। ন্যায্য মূল্যে মানসম্মত সেবা দিতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ।

এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা গেছে। তারা বিশ্বাস করেন, এটি এলাকার চিকিৎসা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..