ফতুল্লার সিনিয়র সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি আলামিন প্রধান বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে সোহেল ও অন্যান্য নেতৃবৃন্দ সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে ছুটে যান।
এ সময় তারা আলামিন প্রধানের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। সোহেল সাংবাদিক আলামিন প্রধান ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “একজন সাংবাদিক সমাজের দর্পণ। তাদের সুস্থতা ও নিরাপত্তা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আলামিন প্রধান যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।”
এছাড়া, সোহেল আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে আলামিন প্রধানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য এবং ফলের ঝুরি প্রদান করেন। পাশাপাশি, যাবতীয় চিকিৎসা খরচও তারা বহন করবেন বলে জানানো হয়।
এদিকে, সোহেল আরও বলেন, “আমরা সবাই চাই, আলামিন ভাই দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, যাতে তিনি আবারও সমাজের জন্য কাজ করতে পারেন। তার সুস্থতা আমাদের সবার জন্য দোয়া এবং প্রার্থনার বিষয়।”
এই মহৎ উদ্যোগে উপস্থিত নেতৃবৃন্দ আলামিন প্রধানের শারীরিক অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন এবং তার সুস্থতার জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এখনো পর্যন্ত, আলামিন প্রধানের চিকিৎসা চলছে এবং তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...