সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

“আওয়ামী ক্যাডারদের নিরাপদ আশ্রয় এখন গিয়াসউদ্দিনের বিএনপি!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

“বক্তৃতায় গর্জে ওঠে, বাস্তবে আওয়ামী দোসরদের আশ্রয় দেয়!”

নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে এখন এক ভয়াবহ অনুপ্রবেশের ঢেউ চলছে। আওয়ামী লীগের দুঃশাসনের সময় পরিচিত হওয়া চিহ্নিত ডেভিল ক্যাডাররা এখন বিএনপির ছায়ায় ঢুকছে—এবং এর প্রধান আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে নাম উঠছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য গিয়াসউদ্দিন এবং তার ছেলে ফয়সালের।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষায়, “এই গিয়াসউদ্দিনই সভা-সমাবেশে গলা ফাটিয়ে বলে—আওয়ামী লীগের কাউকে ছাড় দেওয়া হবে না। অথচ পর্দার আড়ালে তিনিই আওয়ামী লীগের দোসরদের জায়গা করে দিচ্ছেন বিএনপির গুরুত্বপূর্ণ অবস্থানে।”

বিশেষ করে আলোচিত শামীম নামক ব্যক্তি, যিনি এক সময় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের ডানহাত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন, বর্তমানে গিয়াসউদ্দিন পরিবারের আশীর্বাদে বিএনপিতে ‘নেতা’ সেজে ঘুরে বেড়াচ্ছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর যখন আওয়ামী লীগ নেতারা এলাকা ছেড়ে পালায়, তখনই শামীম হঠাৎ পরিচয় পাল্টে বিএনপিতে ঢুকে পড়ে।

একাধিক কর্মী অভিযোগ করেন, “এটা দ্বিচারিতা নয়, এটা রাজনৈতিক বিশ্বাসঘাতকতা। একজন সাবেক আওয়ামী লীগ ক্যাডার বিএনপির হয়ে কথা বলবে—এটা মেনে নেওয়া যায় না।”

তারা আরও বলেন, “গিয়াসউদ্দিন পরিবার যেন বিএনপিকে নিজের ব্যক্তিগত গৃহস্থালি মনে করছে। বিএনপির আদর্শ, ত্যাগ-তিতিক্ষা সব কিছু এরা বিকিয়ে দিচ্ছে সুবিধাবাদীদের হাতে।”

স্থানীয় পর্যায়ের ত্যাগী নেতাদের দাবি, গিয়াসউদ্দিন ও তার পরিবারের ছত্রছায়ায় এভাবে আওয়ামী লীগের কুখ্যাত ক্যাডাররা যদি দলে ঢুকতে থাকে, তাহলে বিএনপির আদর্শিক অস্তিত্বই বিলীন হয়ে যাবে। অনেকেই প্রশ্ন তুলছেন—যে গিয়াসউদ্দিন আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন, তিনিই কেন আওয়ামী লীগপন্থীদের দলে ঢুকিয়ে বিএনপিকে নষ্ট করছেন?

এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করে তৃণমূল কর্মীরা বলেন, “বিএনপি কোনো পরিবার বা গোষ্ঠীর হাতে জিম্মি হতে পারে না। অনুপ্রবেশ বন্ধ করতে হবে এখনই—নইলে দলে আর সাধারণ মানুষের আস্থা থাকবে না।”

প্রধান অভিযোগের সারসংক্ষেপ:

গিয়াসউদ্দিন ও তার ছেলের ছত্রছায়ায় আওয়ামী লীগ ঘরানার ক্যাডাররা বিএনপিতে ঢুকছে।

শামীমসহ একাধিক বিতর্কিত ব্যক্তি এখন বিএনপির ছদ্মনামে সক্রিয়।

গিয়াসউদ্দিনের বক্তব্য ও কর্মে বিস্তর দ্বিচারিতা।

ত্যাগী বিএনপি কর্মীদের দলে গুরুত্ব হারানো এবং হতাশা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..