আট ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় বাস চলাচল শুরু নারায়ণগঞ্জে
আট ঘণ্টা বন্ধ থাকার পর নারায়ণগঞ্জ থেকে সব রুটে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়েছে ।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে
রবিবার ৪ফেব্রুয়ারী সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জসহ সব রুটের বাস চলাচল বন্ধ থাকার পর বিকাল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়।
রুট পারমিট বিহীন গাড়ি নিয়ে হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেছিলেন, অনুমোদনহীন গাড়ি তার জেলায় ঢুকলেই ডাম্পিংয়ে দেবেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যানযট সমস্যা সমাধানে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। ডিসির এমন ঘোষণার পর রবিবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জসহ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। জেলার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো হলো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন পরিবহন, উৎসব পরিবহন, আনন্দ পরিবহন, শীতল পরিবহন ও বিআরটিসি। চিটাগাং রোড-নারায়ণগঞ্জ রুটে বাঁধন ও বন্ধু পরিবহন চলাচল করে।
বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে জেলা বাস মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি মো. রওশন আলী সরকার বলেন, ‘বিকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। এখন সব রুটে বাস চলাচল করছে। এ বিষয়ে আগামীকাল সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার এমপি ও মেয়রের সঙ্গে ডিসি-এসপির গোলটেবিল বৈঠক হয়েছিল। সেখানে অনুমোদনহীন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের অনেক গাড়ির রুট পারমিট নেই, আবার কিছু গাড়ির রুট পারমিট আছে। এ কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। তবে দুপুরে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম। অনেকগুলো গাড়ির রুট পারমিটের জন্য আবেদন করেছি। সেসব গাড়ির রুট পারমিট এখনও পাইনি। এ নিয়ে পরে সিদ্ধান্ত হবে।’
সেসময় গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৫আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডঃ সেলিনা হায়াত আইভি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খশরু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ আরও অনেকে
আপনার মন্তব্য প্রদান করুন...