সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি – রাজিব

স্টাফ রিপোর্টার: / ১১৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বাদ আছর ফতুল্লা থানাধীন দক্ষিন সস্তাপুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হলো দেশ ও দেশের মানুষকে নিয়ে। দলের প্রতিটি নেতাকর্মী দেশ ও দেশের মানুষের সহযোগিতায় সবসময় প্রস্তুত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিগত প্রায় ১৭ বছর আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের উপর যে অত্যাচার জুলুম হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু দেশবাসীর উপর যে অত্যাচার হয়েছে, বিচারহীনতার যে ট্রেডিশন চালু হয়েছিলো সেটা থেকে মুক্ত হতে ২০২৪ সালে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। সমস্ত অন্যায় অবিচার যেগুলো পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো করেছে যদি সেটা আমাদেন মাঝেও দেখা যায় তাহলে সেটা হবে দুঃখজনক। আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে অন্যায় কিছু করার চেষ্টা করেন তাহলে বলবো আপনার জীবন অন্ধকার। এ এলাকাটি একটি শিল্প প্রধান এলাকা তাই বিভিন্ন স্থানের লোকজন এখানে বসবাস করে। আমরা শুনেছি পূর্বে তাদের উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে তাই বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে আরো বেশী সোচ্চার হওয়ার আহ্বান করবো। সাধারণ মানুষ এখনো বিএনপির প্রতি আস্থা রাখে। বিগত দিনগুলোতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তার সেটাকে বাস্তবে রুপ দিতে হলে সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে।
বক্তব্য শেষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, মহানগর বিএনপির নেতা ডাঃ মুজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রানা মুজিব, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ বুলু সহ পঞ্চায়েত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..