সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি – রাজিব

স্টাফ রিপোর্টার: / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বাদ আছর ফতুল্লা থানাধীন দক্ষিন সস্তাপুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হলো দেশ ও দেশের মানুষকে নিয়ে। দলের প্রতিটি নেতাকর্মী দেশ ও দেশের মানুষের সহযোগিতায় সবসময় প্রস্তুত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিগত প্রায় ১৭ বছর আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের উপর যে অত্যাচার জুলুম হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু দেশবাসীর উপর যে অত্যাচার হয়েছে, বিচারহীনতার যে ট্রেডিশন চালু হয়েছিলো সেটা থেকে মুক্ত হতে ২০২৪ সালে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। সমস্ত অন্যায় অবিচার যেগুলো পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো করেছে যদি সেটা আমাদেন মাঝেও দেখা যায় তাহলে সেটা হবে দুঃখজনক। আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে অন্যায় কিছু করার চেষ্টা করেন তাহলে বলবো আপনার জীবন অন্ধকার। এ এলাকাটি একটি শিল্প প্রধান এলাকা তাই বিভিন্ন স্থানের লোকজন এখানে বসবাস করে। আমরা শুনেছি পূর্বে তাদের উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে তাই বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে আরো বেশী সোচ্চার হওয়ার আহ্বান করবো। সাধারণ মানুষ এখনো বিএনপির প্রতি আস্থা রাখে। বিগত দিনগুলোতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তার সেটাকে বাস্তবে রুপ দিতে হলে সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে।
বক্তব্য শেষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, মহানগর বিএনপির নেতা ডাঃ মুজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রানা মুজিব, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ বুলু সহ পঞ্চায়েত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..