বড়দিন উপলক্ষে ফাদার বিপুল ডেবিট দাশের পাশে সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল
২৫ এ ডিসেম্বর খৃষ্টান ধর্মীয় সবচেয়ে বড় উৎসব বড়দিন। বর্তমান পরিস্থিতির কারনে নারায়ণগঞ্জের অবস্থিত সাধু পৌলের গীর্জায় দায়িত্বরত ফাদার বিপুল ডেভিট দাশ বড়ই উদাসীন। তারই এই উদাসীনতা দেখে কাছে গিয়ে উদাসের কারন জানতে চান তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলার সিদ্দিকুর রহমান উজ্জ্বল। ভারাক্লান্ত মন নিয়ে সকল পরিস্থিতির কথা জানায় ফাদার ডেভিট দাশ। তাকে শান্তনা দিয়ে আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে পাশেঁ দাঁড়ালেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল।সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন প্রতি বছরের ন্যায় এবারো বড়দিন পালন করা হবে এবং পরিস্থিতি যেমনি হোক প্রতি বছরের চেয়ে ভালো ভাবেই পালন করা হবে বড়দিন।আসলে আমারা মানুষ, মানুষের উপকারে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। কে কোন ধর্মের সেটা বড় কথা নয়।আমরা যে যার মতো সকলের পাশে দাঁড়ায়িয়ে সহযোগিতা করলে কারো আনন্দই থেমে থাকবে না বলে মনে করি।আমি বলবো সকলেই সকলের তরে। অন্যদিকে ফাদার বিপুল ডেভিট দাশ বলেন আমি ইশ্বরের উপর ভরসায় ছিলাম তবে কিছুটা চিন্তিও ছিলাম।ইশ্বর কখন কার মাধ্যমে কার উপকার করবেন তা একমাত্র ইশ্বরই জানেন। ধন্যবাদ জানাই সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে শেষ মুহুর্তে আমাদের পাশে থাকার জন্য।
আপনার মন্তব্য প্রদান করুন...