সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

“এখন সময় দেশ মাতৃকার সেবা করার” — ডা. মজিবুর রহমান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

স্বৈরাচারের পতনের পর বাংলাদেশে এখন নতুন সূর্যোদয়ের সময় চলছে। এই সময়েই ডাক এসেছে দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনের। এমনই প্রত্যয় ব্যক্ত করলেন নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মজিবুর রহমান।

সম্প্রতি, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ‘গ্রামেরবাড়ি’ পার্কে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“এক সময় আমরা নিজের ঘরেও নিরাপদ ছিলাম না। ৫ই আগস্টের পর স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। এখন সময় এসেছে দেশ মাতৃকার সেবা করার।”

সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুব রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক ও আল রাফি হাসপাতালের এমডি আলহাজ্ব আব্দুল মতিন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম এবং প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডা. ফারুকুল ইসলাম। বক্তব্য রাখেন ডিকেএমসির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, ভুলতা জেনারেল হাসপাতালের ডিএমডি আলহাজ্ব আব্দুর রহিম, ‘গ্রামেরবাড়ি পার্ক’ এর স্বত্বাধিকারী ও মেডি স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান মহিউদ্দিন ভুঁইয়া।

সভা শেষে জেলা ও উপজেলা কমিটির নবনির্বাচিত সদস্যদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..