রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার হোসেন বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর শুনে তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিক গোলাম ফারুক খোকন।
এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও তিনি চিকিৎসকদের কাছ থেকে এড. গুলজার হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট নেন।
দলের প্রতি দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে গোলাম ফারুক খোকন বলেন, “গুলজার ভাই দলের একজন নিরলস কর্মী, তার অসুস্থতা আমাদের জন্য দুঃখজনক। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি।”
উল্লেখ্য, এডভোকেট গুলজার হোসেন রূপগঞ্জ উপজেলা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
প্রয়োজনে সংস্কার বা বাড়াতে বলবেন।
আপনার মন্তব্য প্রদান করুন...