কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২৬ লাখ টাকা কর ফাঁকির এ মামলা দায়ের করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ১০ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী মো. জাকির হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আজ (বুধবার) এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করে বিচারক তারেক রহমানকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
আপনার মন্তব্য প্রদান করুন...