খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্তকরণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শনিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ডেঙ্গু পরীক্ষার জন্য দুই হাজার প্রয়োজনীয় কীট (Kit) সরবরাহ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিভিন্ন দিকনির্দেশনার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, “সঠিক ও দ্রুত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু রোগী শনাক্ত করা গেলে তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। এই সরবরাহের ফলে খানপুর হাসপাতাল অঞ্চলের জনগণের মাঝে চিকিৎসা সেবার আরও অগ্রগতি হবে।”
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে আরও সবুজ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” উদ্যোগের অংশ হিসেবে খানপুর হাসপাতাল প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমরা চাইলেই আমাদের প্রিয় শহরকে আরও বাসযোগ্য করে তুলতে পারি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডেঙ্গু পরীক্ষার কীট সরবরাহ ও বৃক্ষরোপণ—এই দুই মহৎ উদ্যোগ নারায়ণগঞ্জে জনসচেতনতা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন বার্তা পৌঁছে দিয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...