সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে ফতুল্লা থানা বিএনপির আনন্দ মিছিলে আলহাজ্ব তৈয়বুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য অংশগ্রহণ

ফাহমিদা এমি / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

গত বছরের ৫ আগস্ট দেশে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে সংঘটিত রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই ঐতিহাসিক দিনটিকে সরকারিভাবে “গণঅভ্যুত্থান দিবস” হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট ২০২৫ সারাদেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক সংগঠন কর্মসূচি পালন করে।

তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে বের করা হয় একটি বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আনন্দ মিছিল। এই মিছিলে নেতৃত্ব দেন উতলা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। উক্ত আনন্দ মিছিলে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব তৈয়বুর রহমানের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মীদের বর্ণাঢ্য অংশগ্রহণ আনন্দী কে আরো নান্দনিক করে তোলে।

সকাল থেকেই কুতুবপুর ও ফতুল্লার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলকারীরা ব্যানার-ফেস্টুন, শতাধিক মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস নিয়ে জড়ো হতে থাকে লালখা এলাকায়। আলহাজ্ব তৈয়বুর রহমানের নেতৃত্বে বিশাল বহরটি লালখা থেকে যাত্রা শুরু করে, নারায়ণগঞ্জ স্টেডিয়াম, সাইনবোর্ড ও চাষাড়া হয়ে শহর প্রদক্ষিণ করে পাসপোর্ট অফিসের সামনে গিয়ে ফতুল্লা থানা বিএনপির কেন্দ্রীয় আনন্দ মিছিলে মিলিত হয়।

মিছিলের পুরো রুট জুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ।
“গণঅভ্যুত্থান দিবসের চেতনায় শপথ নিন”, “ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে”, “গণতন্ত্রের বিজয় অব্যাহত থাকুক”— এমন নানা শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

পাসপোর্ট অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব তৈয়বুর রহমান। তিনি বলেন, “৫ আগস্ট এই দেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছিল। সেই দিনটিকে সরকার ‘গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে—এটি দেশের জনগণের দীর্ঘ সংগ্রামের ফলাফল। আজকের আনন্দ মিছিল শুধু উৎসব নয়, এটি একটি বার্তা যে, বিএনপি এখনো রাজপথে আছে, জনগণের অধিকার আদায়ে সদা প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ম্যান্ডেটেই আমরা পরিবর্তন চাই। বিএনপি অতীতেও আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, ভবিষ্যতেও দেশ ও জাতির স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।”

মিছিলে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় জনগণও রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে মিছিলের প্রতি সমর্থন জানায়।

ফতুল্লা থানা বিএনপির এ কর্মসূচি বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা নতুনভাবে দৃশ্যমান করল। এই সফল আয়োজন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আশার সঞ্চার করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..