নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ মজিবুর রহমান বলেছেন, গত ১৭ টি বছর স্বৈরাচারী সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছিল যার ফলে জনগণ প্রকৃত সেবা পায়নি।
৭ জুলাই ২০২৫, সোমবার আড়াইহাজার বাজারের রয়েল রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আড়াইহাজারসহ সারা জেলায় বেসরকারি স্বাস্থ্যখাতে গুণগত উন্নয়ন নিশ্চিত করতে হলে সব ক্লিনিক ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোগীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মান রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলার ওপর জোর দেন।
সভাপতিত্ব করেন আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান খান এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলী আকবর আরো উপস্থিত ছিলেন, ডা. মাহবুবুর রহমান, ডা. আব্দুল জব্বার, ডা. মাসুদুর রহমান, মো. আব্দুল হাই ও হুমায়ুন কবির প্রমুখ।
এই আয়োজনে স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন নতুন কমিটির নেতৃবৃন্দ। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আড়াইহাজারের স্বাস্থ্যখাতকে একটি ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।
আপনার মন্তব্য প্রদান করুন...