গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল নারায়ণগঞ্জ। সোমবার বিকেল ৫টায় জেলা পরিষদ সংলগ্ন রেজিস্ট্রি অফিসের সামনে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নাবিলা শারমিন। বক্তারা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,
“সত্যের পক্ষে কলম ধরা মানেই আজ মৃত্যু ঝুঁকি! সাংবাদিকরা বারবার হামলা, হত্যা আর হয়রানির শিকার হচ্ছেন, অথচ বিচার হয় না। তুহিন হত্যার আসামীকে পুলিশের প্রিজন ভ্যানে হাসিমুখে ধূমপান করতে দেখা—এটি প্রশাসনের ব্যর্থতার নগ্ন চিত্র। এটি ন্যায়বিচারের প্রতি সরাসরি চপেটাঘাত।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তুহিন হত্যার বিচার নিয়ে কোনো ধরনের গড়িমসি বা প্রহসন হলে দেশের প্রতিটি প্রান্তে সাংবাদিক সমাজ রাজপথে অগ্নিগর্ভ হয়ে উঠবে। তখন আর কেউ দায় এড়াতে পারবে না।”
প্রায় প্রতিদিনই সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন , দেশের কোনো না কোনো স্থানে প্রায় প্রতিদিনই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। দিনের আলোয়, জনসমক্ষে এসব হামলা ঘটলেও সাহায্যের জন্য এগিয়ে আসছে না কেউ। প্রত্যক্ষদর্শীরা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকেন, আর হামলাকারীরা নির্বিঘ্নে স্থান ত্যাগ করে। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন—কেন এত প্রকাশ্য হামলার পরও দোষীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকে? সাংবাদিকদের অভিযোগ, এই নীরবতা ও উদাসীনতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে, যা শুধু সংবাদকর্মী নয়, গোটা সমাজের জন্য হুমকির সমান।
তারা দ্রুত বিচার আদালতে তুহিন হত্যার মামলাটি স্থানান্তরসহ সকল সাংবাদিকের উপর হামলায় জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী আইন প্রণয়নের জোর দাবি জানান।
মানববন্ধনে সদর উপজেলা প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় অসংখ্য সাংবাদিক অংশ নেন এবং হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে স্লোগান দেন।
আপনার মন্তব্য প্রদান করুন...