বগুড়ার শেরপুরে রোববার (২৫ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি (টাওয়ার) গ্রামের আফছার আলীর ছেলে ফেরদৌসের (৩০) গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরির ঘটনা ঘটে যাওয়ায় আতংকিত এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি গ্রামের কৃষক ফেরদৌস প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু রেখে তালা লাগিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ফজর নামাজের সময় ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা ও গরুগুলো নেই। পরবর্তিতে অনেক খোঁজাখুজি করেও গরু খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে ৬টি গরুর দাম ৭/৮ লাখ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন...