সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা ভান্ডারি পুল ডিএনডি লেক পাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কিশোর আব্দুল্লাহ খান পায়েল শামীম খানের ছেলে উত্তর ধনকোন্ডা, আতাবর শিকদারের টিনসেড বাড়ীর ভাড়াটিয়া বলে জানান এলাকার স্থানীয় বাসিন্দারা।এ ঘটনায় জাহিদ, হৃদয়, আল আমিন ও সাব্বির নামে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরের সঙ্গে চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে একই এলাকার অন্য আরেকটি গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জেরে কিশোর আব্দুল্লাহ খান পায়েলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, নিহতের সঙ্গে অন্য আরেকটি গ্রুপের চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা ছিল। উভয়ে সমঝোতায় বসলে ওই বৈঠকেই নিহতকে ছুরিকাঘাত করা হয়। হত্যার ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন পাঠকদের জন্য মামলা টি হুবহু তুলে ধরা হল ঃ বরাবর,অফিসার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ থানা, জেলা-নারায়ণগঞ্জ। বিষয়ঃ এজাহার। বাদীঃ মোঃ সামিম খান (৪২), এনআইডি নং-৫৯৮৭৩৬৩৩৭০, পিতা-মোঃ নাছীম খান, মাতা-মৃত ছালমা বেগম, সাং-উত্তর ধনকোন্ডা, আতাবর শিকদারের টিনসেড বাড়ীর ভাড়াটিয়া, ০৮নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ , জেলা-নারায়ণগঞ্জ। মোবাইল নং-০১৭১১-৯৬১২৭২।বিবাদীঃ ১। হৃদয় @ পাইটু হৃদয় (১৫), পিতা-মৃত আলী আহম্মদ, মাতা-আলো মতি, সাং-টেংগারচর, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি-দক্ষিণ কদমতলী, কাশেমপাড়া, এ্যাডভোকেট জালাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ মেহেদী (১৫), পিতা-অজ্ঞাত, ৩। শুভ (১৫), পিতা-অজ্ঞাত, উভয় সাং-অজ্ঞাত, ৪। মোঃ হৃদয় (৩০), পিতা-আঃ সামাদ, মাতা-হোসনে আরা বেগম, ৫। মোঃ সাব্বির (১৮), পিতা-মোঃ ফারুক, উভয় সাং-গোদনাইল, নয়াপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৬। মোঃ আতিক (২২), পিতা-দুলাল, সাং-দক্ষিণ কদমতলী, কাশেমপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৭। মোঃ জাহিদ (১৮), পিতা-মোঃ আবুল কাশেম @ চেয়ারম্যান কাশেম, সাং-দক্ষিণ কদমতলী নাভানা সিটি, শাহজালালের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৮। আল আমিন (২০), পিতা-মনির হোসেন, মাতা-মারজাহান আক্তার, সাং-গঙ্গাবর, মাইজদী থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী, এ/পি-বার্মাশীল, নয়াপাড়া, আলিম সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা ৭/৮ জন। ঘটনার তারিখ ও সময়ঃ গত ২৩/০৫/২০২৫ইং তারিখ সময় সন্ধ্যা অনুমান ১৭:৪৫ ঘটিকা। ঘটনাস্থলঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিণ কদমতলী সাকিনস্থ ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে।যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ সামিম খান (৪২), এনআইডি নং-৫৯৮৭৩৬৩৩৭০, পিতা-মোঃ নাছীম খান, মাতা-মৃত ছালমা বেগম, সাং-উত্তর ধনকোন্ডা, আতাবর শিকদারের টিনসেড বাড়ীর ভাড়াটিয়া, ০৮নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ , জেলা-নারায়ণগঞ্জ আপনার থানায় হাজির হইয়া বিবাদী ১। হৃদয় @ পাইটু হৃদয় (১৫), পিতা-মৃত আলী আহম্মদ, মাতা-আলো মতি, সাং-টেংগারচর, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ, এ/পি-দক্ষিণ কদমতলী, কাশেমপাড়া, এ্যাডভোকেট জালাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ মেহেদী (১৫), ৩। শুভ (১৫), উভয় পিতা-অজ্ঞাত, উভয় সাং-অজ্ঞাত, ৪। মোঃ হৃদয় (৩০), পিতা-আঃ সামাদ, মাতা-হোসনে আরা বেগম, ৫। মোঃ সাব্বির (১৮), পিতা-মোঃ ফারুক, উভয় সাং-গোদনাইল, নয়াপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৬। মোঃ আতিক (২২), পিতা-দুলাল, সাং-দক্ষিণ কদমতলী, কাশেমপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৭। আল আমিন (২০), পিতা-মনির হোসেন, মাতা-মারজাহান আক্তার, সাং-গঙ্গাবর, মাইজদী থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী, এ/পি-বার্মাশীল, নয়াপাড়া, আলিম সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৮। মোঃ জাহিদ (১৮), পিতা-মোঃ আবুল কাশেম @ চেয়ারম্যান কাশেম, সাং-দক্ষিণ কদমতলী নাভানা সিটি, শাহজালালের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, আমার ছেলে মোঃ আব্দুল্লাহ খাঁন রায়হান (১৬) আমার সহিত এসি সার্ভিসিং এর কাজ শিখে। ইং ২৩/০৫/২০২৫ তারিখ বেলা অনুমান ১৭:০০ ঘটিকার সময় বর্ণিত সাক্ষীগণসহ আমার ছেলের আরো ৪/৫ জন বন্ধু দক্ষিণ কদমতলী সাকিনস্থ ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের ভিতরে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেইমস খেলে। গেইম খেলা শেষে আমার ছেলে তাহার বন্ধুদেরকে নিয়া ক্লাবের দক্ষিণ পাশের চত্ত্বরে আড্ডা দেয়। একই তারিখ সময় বেলা অনুমান ১৭:৪৫ ঘটিকার সময় ০২ ও ০৩নং বিবাদীসহ অজ্ঞাতনামা একজন বিবাদী আমার ছেলে ও তাহার বন্ধুদের সামনে দিয়া হাঁটিয়া যাওয়ার সময় ০১নং সাক্ষী মোঃ আশরাফুল ইসলাম (১৫) আমার ছেলেকে জানায় যে, ০২ ও ০৩নং বিবাদীদ্বয় একদিন পূর্বে তাহাকে মারধর করিয়াছে। তখন তাহাদের সহিত আমার ছেলে ও সাক্ষীদের তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ০২নং বিবাদীর সাথে থাকা অজ্ঞাতনামা একজন বিবাদী মোবাইল করে ০১, ০৬ ও ০৭নং বিবাদীসহ অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদীদেরকে ডাকিয়া নিয়া আসে। এমন সময় আমার ছেলে ও তাহার বন্ধুরা ঘটনাস্থল থেকে চলিয়া আসার সময় ০৪, ০৫ ও ০৮নং বিবাদী আমার ছেলেদেরকে বলে “তোমরা যেতে পারবেনা, ক্লাবে আসো”। তখন সকলেই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিণ কদমতলী সাকিনস্থ ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে পৌঁছাইলে বর্ণিত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা আমার ছেলে ও তাহার বন্ধুদেরকে এলোপাথারী মারপিট করিতে শুরু করে। এক পর্যায়ে ০১নং আসামী তাহার সাথে থাক
আপনার মন্তব্য প্রদান করুন...