চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্লান্তি দূর করতে পরীক্ষার পরপরই পরীক্ষার্থীদের মাঝে পানি ও ওরালস্যালাইন বিতরণ করেছে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল। এই ব্যতিক্রমী উদ্যোগে সরাসরি অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু।
রোববার (২৯ জুন) নারায়ণগঞ্জ কলেজ কেন্দ্রের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছাত্রদের পরীক্ষার পরপরই পরীক্ষার্থীদের মাঝে পানি ও ওরাল স্যালাইন তুলে দেন এড. টিপু।
আয়োজনের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন শাহ। তিনি জানান, “কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে সারাদেশেই এমন মানবিক কর্মসূচি পালিত হচ্ছে। আমরা পরীক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ দিতে চাই।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ, সহ-সভাপতি জিতু ও মোঃ শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তীব্র গরমে পরীক্ষার্থীদের মুখে তৃপ্তির হাসি এনে দিতে ছাত্রদলের এমন আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। একজন অভিভাবক বলেন, “রাজনীতির এই রকম মানবিক রূপ সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
আপনার মন্তব্য প্রদান করুন...