সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

জগন্নাথপুরের প্রাণকেন্দ্রের বাঁশের সেতু ঝুকিপূর্ণ, দুর্ঘটনার আশংকা

হুমায়ূন কবীর ফরীদি / ১৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত নলজুর নদীর উপর নির্মাণাধীন আর্চ ব্রীজের কাজ ধীর গতিতে চলছে। আর জনসাধারণের পায়ে হেঁটে চলাচলের  জন্য এই ব্রীজের  পার্শ্ববর্তী  বাঁশের সেতুটি ভেঙে নড়বড়ে হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। জরুরী ভিত্তিতে এই বাঁশের সেতুটি সংস্কারের  জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।

১৫ ই জানুয়ারী রোজ বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ খাদ্য গুদামের সন্নিকটে নলজুর নদীর উপর  দৃষ্টি নন্দন আর্চ ব্রীজের নির্মাণ কাজ ধীর গতিতে হচ্ছে। ২০২৩ সালে এই ব্রীজের কাজ শুরু হলেও দুই দফা কাজের সময়সীমা বৃদ্ধির পরও ধীর গতিতে নির্মাণ কাজ চলছে। এই ব্রীজের নির্মাণ কাজ এর জন্য এই স্থানের পুরাতন ব্রীজটি ভেঙে পেলায় গ্রামাঞ্চল থেকে উপজেলা সদরে আসা জনসাধারণ ও পৌরবাসীর  চলাচলের ক্ষেত্রে অতিমাত্রায় অসুবিধা হচ্ছিল। তাই জনসাধারণের পায়ে হেঁটে যাতায়াতের সুবিধার্থে  জগন্নাথপুর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে এই নির্মাণাধীন আর্চ ব্রীজের পাশে (দক্ষিণপার্শ্বে) ২০২৩ সালে বিকল্প দীর্ঘ  বাঁশের সেতু নির্মাণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে সম্প্রতি এই বাঁশের সেতুর বিভিন্ন জায়গায় ভেঙে নড়বড়ে হয়ে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণকে চলাচল করতে হচ্ছে। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি প্রায় প্রতিদিনই ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে।  বিধায় জানমালের নিরাপত্তার স্বার্থে বাঁশের সেতুটি দ্রুত মেরামতের জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের প্রতি এবং আর্চ ব্রীজের নির্মাণ কাজ দ্রুততার সহিত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন জগন্নাথপুরের সচেতন মহল।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলার বাসিন্দা শামীম আহমদ, সুজন মিয়া, কামাল হোসেন , আবাব মিয়া, জহিরুল ইসলাম ও মর্তুজা মিয়া সহ একাধিক ব্যক্তি একান্ত আলাপকালে বলেন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে এই বাঁশের সেতুটি নির্মাণ হওয়ায় দ্রুত যাতায়াতের সুবিধা হয়েছে। আমরা একজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এই বাঁশের সেতুর বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় চলাচলে নানাবিধ অসুবিধা হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করছেন। যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় সময়ই অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন। জনস্বার্থে দুর্ঘটনা এড়াতে বাঁশের সেতুটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানাচ্ছি। এবং আর্চ ব্রীজের নির্মাণ কাজ ধীর গতিতে হচ্ছে। যার ফলশ্রুতিতে পৌর শহরে প্রতিনিয়ত  দীর্ঘ যানজট লেগেই থাকে। বিধায় জনস্বার্থে নির্মাণাধীন ব্রীজের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..