সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

জগন্নাথপুরে আ,লীগের প্রতিষ্টাবার্ষিকী পালন, ১২ জনের নামে মামলা

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ১২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্টাবার্ষিকী পালন করায় আওয়ামী লীগ নেতা আলাল হোসেন রানা(৪০)কে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জন এর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

জানাযায়, সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিগত ২৩শে জুন দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর পাড়ারগাঁও গ্রাম নিবাসী মৃত ছালিম উল্লাহ’র ছেলে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলাল হোসেন রানা (৪০) এর নেতৃত্বে তাহার নিজ বাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ,যুবলী, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিভিন্ন স্লোগান এর মধ্য দিয়ে কেক কাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এবং এই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এরই পরিপেক্ষিতে কথিত আলাল হোসেন রানা (৪০)কে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জনকে আসামী করে জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ হামিদুর রহমান (বিপি-৮৯০৮১২৭০১৯) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন ( জগন্নাথপুর থানার মামলা নং-২১, তারিখ -২৮/০৬/২০২৫ইং,ধারা-সন্ত্রাস বিরোধী আইন২০০৯ ( সংশোধনী২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩)।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি করা হয়েছে। এই কার্যক্রম অর্থাৎ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..