জগন্নাথপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার একদল পুলিশ ও সেনাবাহিনীর ছাতক ক্যাম্পের একদল সেনাবাহিনী যৌথভাবে ২৩শে জুন বিশেষ অভিযান পরিচালনা করে দিরাই উপজেলার হাতিয়া গ্রামের মোঃ তকদির উল্লাহর ছেলে মোঃ তাজ উদ্দিন (৩৮), জগন্নাথপুর উপজেলার সুরাইয়ারপার গ্রামের কবিয়ান উদ্দিনের ছেলে মোঃ হিরণ মিয়া (৩৫), দিরাই উপজেলার হাতিয়া গ্রামের মৃত মিজাজ উল্লাহর ছেলে আমির উদ্দিন (৪০) ও দিরাই উপজেলার হাতিয়া গ্রামের মৃত মিজাজ উল্লাহর ছেলে জমির উদ্দিন (৭০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৪শে জুন সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...