সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ৩ নং ওয়ার্ডে দোয়া ও তোবারক বিতরণ 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২ জুন, ২০২৫
oplus_0

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ডে দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মুসলিম আহমেদের সভাপতিত্বে ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি দোয়া ও আলোচনা অনুষ্ঠান এবং তোবারক বিতরণ করা হয়।

রবিবার বিকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব আমাদের জন্য একটি সঠিক দিকনির্দেশনা প্রদান করে, যা আমরা আজও অনুসরণ করি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা আমাদের মুক্তি সনদ। এই দফাগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠা করতে পারব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সক্ষম হব।”

শহীদুল ইসলাম টিটু আরো বলেন, “আমরা চাই দেশে সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণ নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ, সদস্য, এবং বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দোয়া শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নিন্ম আয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এদিকে, সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আরো নানা আয়োজন করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে, যাতে করে বিএনপির আদর্শ ও নীতিকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায়।

অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..