সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

টানা এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার, ৫ জুন সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতির আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপ্রধানই ছিলেন না, বরং তিনি ছিলেন স্বপ্ন দেখানো এক নেতা, যাঁর আদর্শ আজও জাতিকে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, “রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের রূপকারদের অন্যতম। তাঁর নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ আজকের প্রজন্মের জন্য প্রেরণার উৎস।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও গণতন্ত্রের জন্য তার অবদানের কথা তুলে ধরেন।

থানা কৃষক দলের সভাপতি মোঃ জসিমের সভাপত্বিতে ও থানা কৃষক দলের সদস্য সচিব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনামুল হক স্বপন খন্দকার সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল, সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল, মোঃ দেলোয়ার হোসেন খোকন সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল,মোঃ সোহেল রহমান সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকল, মোঃ ফজলুল হক কন্ট্রাক্টর সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকল, মোঃ জসিম সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল, সজিব গাজী, সবুজ, পরাগ, রানা, আল-আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রার্থনা জানানো হয়। এই আয়োজন শুধু একটি স্মরণসভাই নয়, বরং এটি ছিল জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনকে আরও গতিশীল করার এক সংকল্পের মুহূর্ত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..