নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চারদফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শনিবার (০৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে এ সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা আসার পর থেকেই প্রায় প্রতিদিনই সমাবেশ সফল করার লক্ষে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একের পর এক প্রস্তুতিমূলক সভা করে চলে মাওলানা ফেরদাউসুর রহমান। ওই সভাগুলোতে সমাবেশে নেতাকর্মীরা কিভাবে অংশগ্রহণ করবে, এসব বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন তিনি। সেই দিকনির্দেশনা মোতাবেক অত্যান্ত সুশৃঙ্খলভাবে হাজার হাজার নেতাকর্মীরা ফেরদাউসের নেতৃত্বে ঢাকার সমাবেশে যোগদান করে।
জানাগেছে, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগদানকে কেন্দ্র করে এদিন ভোর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর গুলিস্থান মোড়ে গিয়ে জড়ো হয়। সকল মিছিল আসার পর সেখান থেকে মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকাসহ বিভিন্ন রং বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড শোভাপায়। মিছিলে হাজার হাজার মুসল্লিরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ ‘হেফাজতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ’ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’ ‘সফল হউক সফল হউক আজকের সমাবেশ’সহ সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় হাজার হাজার মুসল্লিদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ঢাকার রাজপথ। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের সমাবেশে যোগদান করে।
আপনার মন্তব্য প্রদান করুন...