সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

ঢাকা বিভাগীয় “তারুণ্যের সমবেশ” সফল করতে নারায়ণগঞ্জে যুবদলের জোর প্রস্তুতি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

“তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিভাগীয় “তারুণ্যের সমবেশ” সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী যুবদলের এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১শে মে) দুপুর ২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল-এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদ-এর সঞ্চালনায় সভায় নগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভায় আগামী ২৭ মে “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ”-কে সফল করতে সংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া, তরুণদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগরণ, অর্থনৈতিক মুক্তির দাবি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শাহীন খান সকল নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের শক্তিকে একত্রিত করে আমরা একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।”

উল্লেখ্য, জাতীয়তাবাদী যুবদল তরুণদের ঐক্যবদ্ধ করে একটি গণমুখী রাজনৈতিক ধারা তৈরি করতে কাজ করে যাচ্ছে। “যুব, ঐক্য, প্রগতি”—এই মন্ত্রে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় সভায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..