সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

তারেক রহমানকে ঘিরে যারা ষড়যন্ত্র করছে, তারা আসলে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়: গিয়াসউদ্দিন 

ফাহমিদা এমি / ১৮০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশজুড়ে শুরু হওয়া প্রতিবাদের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জুলাই (রবিবার) বিকেলে নয়াপুর বাজারে সাদিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সভা ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জনসভায় অংশ নেন কয়েক শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ। চারদিকে ধ্বনিত হয় প্রতিবাদী স্লোগান—”তারেক রহমানের নামে ষড়যন্ত্র বন্ধ করো”, “দেশনেত্রীর সন্তানকে নিয়ে কটুক্তি মানি না, মানবো না!”

সভায় সভাপতিত্ব করেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন। তিনি বলেন,
“তারেক রহমান আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাকে নিয়ে ষড়যন্ত্র মানে দেশের স্বাধীনতা ও জনগণের অধিকারকে আঘাত করা। আমরা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াসউদ্দিন। তাঁর বক্তব্যে উঠে আসে গভীর দেশপ্রেম ও প্রতিবাদের আহ্বান। তিনি বলেন,”তারেক রহমানকে ঘিরে যারা ষড়যন্ত্র করছে, তারা আসলে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। কিন্তু দেশের মানুষ এখন জেগে উঠেছে। গণআন্দোলনের মাধ্যমে খুব শিগগিরই আমরা এই দুঃশাসনের অবসান ঘটাবো।

গিয়াসউদ্দিন এসময় আরও বলেন, “তারেক রহমান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন—তিনি গণতন্ত্রের আশা, দেশের স্বপ্ন, তরুণ প্রজন্মের সাহস। আজ তাকে ঘিরে যে কুৎসা রটানো হচ্ছে, তা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। যারা এই অপপ্রচারে লিপ্ত, তারা ইতিহাস ভুলে গেছে এই দেশ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, তারা জানি অন্যায়ের কাছে মাথা নত করা যায় না।

তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের ভালোবাসা দিয়ে তা প্রতিহত করা হবে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম শুরু করেছে, তা আর থেমে থাকবে না। আজ সারা দেশে যে গণজোয়ার উঠেছে, তা আর কোনো শক্তি দিয়ে থামানো যাবে না।

জনগণের অধিকার ফিরিয়ে আনতেই হবে। আর এই আন্দোলনের নেতৃত্বে থাকবেন তারেক রহমান। সেই দিন খুব দূরে নয়, যেদিন একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল রহমান, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দীন, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুল মোল্লা, যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম কিরন, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল প্রধান, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..