বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা আঞ্চলিক শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ১২ ই জুলাই রোজ শনিবার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী আরশ আলীর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজার পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নাদের আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, মেজর অবঃ সৈয়দ আলী আশফাক সামী, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির স্বেতপত্র প্রনয়ন বিষয়ক ট্রান্সফোর্সের সদস্য, সৈয়দ আলী আফজাল জামী, জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ কয়েস।
সভার শুরুতে আশারকান্দী ইউনিয়ন বিএনপি নেতা হুসিয়ার আলাীর পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক জাবেদ আলম কোরেশি।
বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা ছলিব নূর বাচ্চি, পাইলগাঁও ইউনিয়ন বিএনপি নেতা দুরুদ মিয়া, পাটলী ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, মইনুল ইসলাম, যুবদল নেতা তাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আলী আফরোজ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফয়জুর রহমান।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...