বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কমিটির প্রতি শ্রদ্ধা ও আনুগত্য না দেখিয়ে যারা ব্যক্তি উদ্যোগে নিজেদের মতো কর্মসূচি চালাচ্ছেন, তাদের কঠোর সমালোচনা করেছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর।
কাশিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির রাজনীতি কোনো ব্যক্তিকেন্দ্রিক প্লাটফর্ম নয়। এটি একটি আদর্শিক সংগ্রাম। এখানে যারা দলের গঠনতন্ত্রকে অগ্রাহ্য করে ব্যক্তিগত প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, তারা প্রকৃতপক্ষে দলের শত্রু।”
তিনি আরও বলেন, “আজকে দুঃখের বিষয়, অনেক নেতা তারেক রহমানের দেওয়া কমিটিকে তোয়াক্কা না করে নিজেদের মত করে কর্মসূচি পালন করছেন, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এই অবস্থা চলতে থাকলে তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি ছড়াবে এবং দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হবে।”
নজরুল ইসলাম মাদবর স্পষ্ট করে বলেন, “দলীয় নির্দেশনা ও কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুসরণ না করে যারা নিজেদের নামে আলাদা কর্মসূচি দিয়ে নেতৃত্ব ফলাতে চান, তারা মূলত বিএনপিকে বিভক্ত করার পথ সুগম করছেন। এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহবায়ক মাসিকুল ইসলাম রাজিব ও সুপরামর্শে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।
“আমাদের এখন দরকার সম্মিলিত নেতৃত্বের অধীনে গণআন্দোলনের প্রস্তুতি। কেউ একলা চলার চেষ্টা করলে আন্দোলন দুর্বল হবে, নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে,”—এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেন নজরুল ইসলাম মাদবর।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপি সহ কাশিপুর ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...