বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে আয়োজিত হয়েছে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল। শনিবার (১৯ জুলাই) বিকেলে শহরের খানপুর এলাকা থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়ে সলিমুল্লাহ সড়ক ও বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় দুই নম্বর রেলগেট এলাকায়।
এই মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের পক্ষের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদের ভাই মো. শামীম আহমেদ এবং মডেল গ্রুপের জি.এম মনির হোসেন সরদারের সক্রিয় অংশগ্রহণে মিছিলটি ছিল শৃঙ্খলাপূর্ণ এবং শক্তিশালী।
বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু। তিনি বলেন,
“বাংলাদেশ যখন পরিবর্তনের দ্বারপ্রান্তে, তখনই অপশক্তি তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে। কিন্তু জনগণ এখন সচেতন— অপপ্রচার নয়, সত্য এবং নেতৃত্বই জয়ী হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তিনি গণতন্ত্রের প্রতীক, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি এবং বাংলাদেশের ভবিষ্যতের পথনির্দেশক। এই ষড়যন্ত্রকারীরা সফল হবে না, বরং রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।”
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, “তারেক রহমানকে ঘিরে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা আসলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্র। কিন্তু আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ রাজপথে আছি, আগামীতেও থাকবো। এই দেশ মিথ্যার রাজনীতি নয়, তারেক রহমানের নেতৃত্বে সত্যের রাজনীতিই চাই।”
মিছিলে অংশ নেয়া নেতা-কর্মীদের কণ্ঠে ছিল একটাই বার্তা— “তারেক রহমান মানেই গণতন্ত্র, তারেক রহমান মানেই দেশের আশা। তাঁর বিরুদ্ধে অপপ্রচার মানে জনগণের আশা-আকাঙ্ক্ষার ওপর আঘাত।”
সারা নগরজুড়ে সেদিন রাজপথে ছিলো বিক্ষোভকারীদের গর্জন— ‘ষড়যন্ত্র থামাও, সত্যের পথে এগিয়ে চলো।’
নারায়ণগঞ্জের রাজপথ যেন বলেই দিল, এই জনতার পাশে আছে তারেক রহমান, আর তার পাশে আছে অগণিত দেশপ্রেমিক মানুষ।
এ বিক্ষোভ শুধু প্রতিবাদের নয়— এটি ছিল আস্থার ঘোষণা, নেতৃত্বের প্রতি অটুট ভালোবাসার বহিঃপ্রকাশ।
এ সময় মিছিলে আরো অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, অহিদুল ইসলাম ছক্কু, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর বিএনপি নেতা হাজী মোহাম্মদ ফারুক হোসেন, এডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, ফারুক হোসেন রানা সহ প্রমুখ আরও অনেকে।
আপনার মন্তব্য প্রদান করুন...