সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সেলিম প্রধানের গভীর শোক

ফাহমিদা এমি / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা এবং জাপান-বাংলাদেশ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিম প্রধান।

রোববার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করুন) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক, হতাশা ও দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য এক গভীর শোকের মুহূর্ত—বলেন সেলিম প্রধান।

এক শোকবার্তায় তিনি জানান,”এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুর্ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এটি আমাদের জাতীয় জীবনে এক হৃদয়বিদারক ঘটনা।”

 

তিনি আরও বলেন, “আমি সংশ্লিষ্ট হাসপাতাল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে। একইসঙ্গে এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

 

জনাব সেলিম প্রধান দেশবাসীকে এ শোকের মুহূর্তে ধৈর্য ও সংহতির সঙ্গে পাশে থাকার আহ্বান জানান এবং আহতদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..