দীর্ঘদিন স্থগিত থাকার পর নতুন উদ্যমে পুনরায় যাত্রা শুরু করল দৈনিক সচেতন অনলাইন পোর্টাল। নারায়ণগঞ্জের গলাচিপায় পত্রিকার নিজস্ব ভবনে কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ২৬ বছর ধরে সুনামের সঙ্গে প্রকাশিত হয়ে আসা দৈনিক সচেতন পত্রিকা যুগের চাহিদা অনুযায়ী অনলাইন সংস্করণ চালু করেছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি ও কারিগরি ত্রুটির কারণে পোর্টালটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। অবশেষে সকল বাধা পেরিয়ে নতুনভাবে আবারও পাঠকের সামনে হাজির হলো সচেতন অনলাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সচেতন পত্রিকা ও অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইসলাম মিয়া। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দিল মোহাম্মদ দিলু, দৈনিক সচেতন পত্রিকার বার্তা সম্পাদক রাকিবুল ইসলাম রকি, সিনিয়র সাংবাদিক জসিম, দৈনিক সচেতন অনলাইনের চিফ নিউজ এডিটর জুয়েল মেহেদী, নিউজ অডিটর ফাহমিদা এ্যামি, জেলা প্রেস ক্লাবের সদস্য মোতালেব হোসেন, সুমি আক্তার, নিশা আক্তার, মিতু আহমেদসহ নূর হোসেন হক্কানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ আরও অনেকে।
আপনার মন্তব্য প্রদান করুন...