বগুড়ার ধুনট উপজেলায় দুই শিশুপুত্রকে রেখে স্বামীর জমানো টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গৃহবধূর উধাও হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ গৃহবধূর নাম আয়শা সিদ্দিকা (২৬)। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী জহুরুল ইসলাম।
ঘটনাটি ঘটেছে ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামে।
নিখোঁজ আয়শা সিদ্দিকা ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে আয়শা সিদ্দিকা ঘরের আলমারি থেকে ১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৬ আনি স্বর্ণালঙ্কার নিয়ে গৃহত্যাগ করেন। এ সময় তিনি তার ৫ বছর বয়সী ছেলে ইসরাফিল ও ৩ বছর বয়সী ছেলে রাফায়েত হোসেন রাফিকে বাড়িতে রেখে যান।
স্বামী জহুরুল ইসলাম জানান,“আমার দীর্ঘ ৮ বছরের সংসারজীবনে দুটি ছোট ছেলে রয়েছে। স্ত্রী ঘরের সব টাকা-পয়সা ও গহনা নিয়ে হঠাৎ পালিয়ে গেছে। মায়ের জন্য কান্না করতে করতে দুই সন্তান অসুস্থ হয়ে পড়েছে। আমি ধারণা করছি, ফেসবুকে পরিচিত কোনো প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “আমার জমানো সমস্ত সহায়-সম্বল শেষ হয়ে গেছে। আমি এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক শেখ বলেন, “ওই গৃহবধূর স্বামী থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মন্তব্য প্রদান করুন...