সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

ধর্ষণকারীকে সন্দেহভাজন হিসেবে চালানের অভিযোগ ওসির বিরুদ্ধে, জামিনে বের হয়ে ফের কোপালো ভিকটিমকে

নিজস্ব প্রতিবেদক: / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ধর্ষণকারীকে সন্দেহভাজন হিসেবে চালানের অভিযোগ ওসির বিরুদ্ধে, জামিনে বের হয়ে ফের কোপালো ভিকটিমকে

সোনারগাঁয়ের এক গৃহবধূ অপহরণের পর সাত দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযোগে মামলা করতে গেলে কয়েকদিন যাবত টালবাহানা করছিলেন থানার ওসি এম এ বারী।

এমনকি অভিযোগ থানায় জমা দেয়ার পর ধর্ষক হাসান কে গ্রেফতার করলেও মামলা নথিভুক্ত না করে ঘুষের বিনিময়ে ১৫১ ধারার আদালতে পাঠালে কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পেয়েই ফের হত্যার হুমকি দেয় আসামী হাসান ও তার লোকজন।

অবশেষে উপায় না দেখে ওই নারী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে তিনি লেখেন, তার স্বামী কর্মসূত্রে প্রবাসে (সৌদী আরব) থাকার সুযোগে বিগত ৬ মাস যাবত তাকে নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছে ইলিয়াসদী গ্রামের মো. শাহাবুদ্দিনের লম্পট ছেলে মো. হাসান। তার এসব কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে দেখে নেবে বলে হুমকি দিয়ে আসছিল হাসান। এরই ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি দুপুরে দড়িকান্দি এলাকা থেকে স্প্রে করে অজ্ঞান করে একটি প্রাইভেটকারে করে অপহরণ করে সাভারের অজ্ঞাতস্থানে নিয়ে যায় হাসান। দুই দিন পর আমার জ্ঞান ফিরে আসলে তিনি নিজেকে একটি অন্ধকার ঘরে আবিষ্কার করেন।

এমন অভিযোগের পর ঘুষ নিয়ে ধর্ষককে ছেড়ে দেয়া ওসি এম এ বারী এবার ধর্ষণ মামলা গ্রহণ করার পর ফের ওই লম্পট হাসান ও তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে ওই নারীকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ।

ঘটনাটি ঘটেছে মংগলবার (২৮ জানুয়ারী) বিকেলে । এমন ঘটনায় সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । একই সাথে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বারীর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, রোববার (২৭ জানুয়ারী) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এই অভিযোগ করেন তরুণী। সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ওই তরুণীকে অপহরণের পর সপ্তাহব্যাপী আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী হাসানের বিরুদ্ধে।

রোববার পুলিশ হেডকোয়াটার্সে ‘আইজিপি’স কমপ্লেইন মনিটরিং সেলে’ ওসির বিরুদ্ধে দেড় লাখ টাকা ঘুসের বিনিময়ে ধর্ষক হাসানকে ছেড়ে দেওয়ার অভিযোগ করেন ওই তরুণী।

অভিযোগপত্রে তিনি আরও জানান, ৬ মাস ধরে তাকে নানাভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল ইলিয়াসদী গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে হাসান। রাজি না হওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল।

১৭ জানুয়ারি দুপুরে দড়িকান্দিতে মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে হাসান। পরে একটি প্রাইভেটকারে সাভারের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। জ্ঞান ফিরলে তিনি নিজেকে একটি অন্ধকার ঘরে আবিষ্কার করেন। এ সময় লম্পট হাসান দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক সপ্তাহ ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে। ২৪ জানুয়ারি কৌশলে পালিয়ে এক ব্যক্তির মোবাইল থেকে তার ভাইকে ফোন করলে তিনি তাকে উদ্ধার করেন।

তরুণী আরও জানান, ওই দিনই তিনি অভিভাবকদের নিয়ে সোনারগাঁ থানায় যান এবং অপহরণ ও ধর্ষণের ঘটনায় মামলা করতে চান। কিন্তু থানার ওসি এমএ বারী মামলা না নিয়ে তাকে একটি অভিযোগ দিতে বলেন। এমনকি তাকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালেও পাঠাননি তিনি।

এদিকে, শুক্রবার গভীর রাতে অভিযুক্ত হাসানকে ইলিয়াসদী থেকে আটক করে পুলিশ।

শনিবার সকালে থানায় গিয়ে তরুণী দেখতে পান, ধর্ষণের মামলা না দিতে ওসি এমএ বারীকে দেড় লাখ টাকা (৩টি ৫০ হাজার টাকার বান্ডেল) ঘুস দিচ্ছে আসামির লোকজন।

এ সময় ওসি আসামি পক্ষের লোকদের বলেন, পুলিশ যখন ধরে এনেছে এমনিতে তো আর ছাড়া যাবে না। আসামিকে আমরা সন্দেহভাজন হিসাবে কোর্টে চালান দেব, যাতে আপনারা বিকালের মধ্যেই আসামির জামিন করতে পারেন।

ওই তরুণী বলেন, ওসির কথামতো শনিবার বিকালেই খালাস পেয়ে বাড়ি এসে হাসান তার বিরুদ্ধে থানায় করা অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছে- নইলে সপরিবারে হত্যা করে লাশ গুম করা হবে। তরুণী আইজিপিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হাসানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এমএ বারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, হাসানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তবে অভিযোগের কোনো প্রমাণ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..