সংবাদ শিরোনাম :
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ নারায়ণগঞ্জ থেকে উদ্ধার বিএনপির মনোনয়ন চান ছয়জন, সবদিকে এগিয়ে মাহবুবুর রহমান সরকার বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

নাঃগঞ্জ সিটি করপোরেশন ভবনে অটোরিকশাচালকদের সশস্ত্র হামলা, আহত ১৮

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫

নারায়ণগঞ্জ শহরে চলাচলে নিষিদ্ধ অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা সিটি কর্পোরেশনের নগর ভবনে সশস্ত্র হামলা চালিয়েছে। সোমবার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি, হামলার ঘটনায় যানজট নিরসনে নিয়োজিত শিক্ষার্থী জান্নাতুল নাঈম শাওন, সম্রাট, কামরুন্নাহার শিমলা ও কর্মকর্তা-কর্মচারী সহ অন্তত আঠারো জন আহত হয়েছেন। আহতদের নগর ভবন সংলগ্ন সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ শহরে অনুমোদনহীন অবৈধ অটোরিকশা চলাচল নিষিদ্ধ করায় এর প্রতিবাদে সোমবার দুপুরে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অবৈধ অটোরিকশা চালকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ করলেও কিছুক্ষণ পর অটোরিকশা চালকরা বেপরোয়া হয়ে উঠলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে অটোরিকশা চালকরা রাম দা, ছুরি, চাপাত, চাইনিজ কুড়াল, লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা সহ দেশীয় এবং ধারালো অস্ত্রশস্ত্র হাতে নিয়ে অতর্কিতভাবে নগর ভবনের প্রধান ফটকে হামলা চালায়। এসময় যানজট নিরসনে নিয়োজিত কর্মীরা বাঁধা দিলে তাদেরকে মারধর সহ ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়।

পরে সশস্ত্র অটোরিকশা চালকরা সন্ত্রাসী কায়দায় নগর ভবনের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও তাণ্ডব চালায়। অবরুদ্ধ হয়ে পড়েন সকল কর্মকর্তা ও কর্মচারীরা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনার পর থেকে নগর ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন।

তিনি বলেন, ‘অনুমোদনহীন অবৈধ অটোরিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অটো চালকরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। অনেককে মারধর করে ও পিটিয়ে আহত করে। সর্বমোট আমাদের আঠারোজন আহত হয়েছেন। আহতদের মধ্যে যানজট নিরসন কাজে নিয়োজিত বারোজন ছাত্র প্রতিনিধি রয়েছেন। বাকিরা আমাদের কর্মকর্তা কর্মচারী। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা বেশি গুরুতর। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..