সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

নাভানা সিটির ঈদ পুনর্মিলনী ও রেফেল ড্র: জমকালো আয়োজনে প্রথম পুরস্কার R15 বাইক, অতিথিদের প্রশংসা ও সাধুবাদ

ফাহমিদা এমি / ১২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সিটি কোরবানির হাট কর্তৃপক্ষ এক ব্যতিক্রমী, চমকপ্রদ ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেছে। ২৮ জুন শনিবার বিকাল ৪টায় নাভানা সিটির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও রেফেল ড্রয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ আয়োজন ছিল শুধুমাত্র একটি হাট ব্যবস্থাপনার অংশ নয়, বরং কোরবানির হাটকে ঘিরে মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়ার এক মনোমুগ্ধকর প্রয়াস। হাটে পশু ক্রয়-বিক্রয়ের সময় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বিতরণ করা হয় লাকি কুপন, যার ভিত্তিতে অনুষ্ঠিত হয় রেফেল ড্র। আর এই ড্রয়ের প্রথম পুরস্কার ছিল তরুণ প্রজন্মের পছন্দের অন্যতম আকর্ষণ Yamaha R15 বাইক, যা বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুল ইসলাম সাগর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুকুল ইসলাম রাজীব।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নাভানা হাট কর্তৃপক্ষের এ ধরনের ব্যতিক্রমী ও জনসম্পৃক্ত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন,
“একটি পশুর হাট শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্বও পালন করতে পারে—এই আয়োজন তার প্রকৃষ্ট উদাহরণ।”
বিশেষ করে কোরবানির মতো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন পুনর্মিলনী ও প্রণোদনামূলক আয়োজন মানুষকে একত্রিত করে, আনন্দের পরিসরকে আরও বিস্তৃত করে।

অনুষ্ঠান ঘিরে নাভানা সিটির চারপাশে যেন সৃষ্টি হয়েছিল উৎসবের মেজাজ। শুধু ক্রেতা-বিক্রেতারাই নয়, সাধারণ মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজও অংশ নেন এই আনন্দ আয়োজনে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, হাসিমুখ আর প্রশংসার বন্যা।

প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ বলেন,
“নাভানা হাট কর্তৃপক্ষের এই উদ্যোগ নিঃসন্দেহে নারায়ণগঞ্জের পশুর হাট ব্যবস্থাপনায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। জনসম্পৃক্ততা, স্বচ্ছতা ও উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে কোরবানির হাট যে আরও আকর্ষণীয় ও আধুনিক হতে পারে—এই আয়োজন সেটি প্রমাণ করেছে।”

এ ধরনের আয়োজন ভবিষ্যতে নিয়মিত ও আরও বৃহৎ পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা এবং নাভানা হাট কর্তৃপক্ষকে শুভকামনা জানান।

এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে নাভানা সিটি কেবল একটি কোরবানির হাট নয়, বরং একটি সমাজ-সচেতন, মানবিক ও আধুনিক চিন্তাধারার প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..