নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে গত ৩ জুলাই ২০২৫, বুধবার বিকেলে নগরীর প্রধান কার্যালয়ে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আইনজীবী এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সভায় এড. টিপু বলেন, “জাতির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব শ্রেণির মানুষের স্বার্থ রক্ষায় রাজনীতি করেছেন। তিনি কখনও দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি শক্তির সঙ্গে আপস করেননি। তাঁর আদর্শ আমাদের পথ দেখায়।”
হকারদের প্রতি আহ্বান জানিয়ে টিপু বলেন, “আপনারা সবাই নারায়ণগঞ্জ শহরের কথা বিবেচনা করে ব্যবসা করবেন। রাস্তায় যেন কেউ দোকান না বসান, যাতে শহরে যানজট না বাড়ে। জনগণের স্বার্থে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন হকার্স শ্রমিক দলের আহ্বায়ক এস.এম. আসলাম এবং সদস্য সচিব ফারুক হোসেন। সভাপতিত্ব করেন মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি আবু আল বেলাল খান বিল্লাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মুনা মিয়া।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা হকারদের সমস্যা, নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। সভাটি ছিল শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে গতি সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...