গ্যাস পাইপলাইনে মেরামত কাজের জন্য রোববার নারায়ণগঞ্জ শহরে ১০ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার বিতরণ সংস্থা তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়।
সেখানে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সিদ্ধিরগঞ্জ, গোদনাইল, লাকিবাজার, বৌবাজার, জালকুড়ি, রঘুনাথপুর, মাহমুদপুর তাইজউদ্দি মার্কেট, সোনামিয়া মার্কেট (আদমজী), দেলপাড়া, নারায়ণগঞ্জ শহর, প্রাইম টেক্সটাইল, দক্ষিণ সস্তাপুর, নিশ্চিন্তপুর ঋষিপাড়া, পাগলা শাহি মহল্লা, নয়ামাটি, পিলকুনি মোড় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...