সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সহ দেশের ৪৮ জেলায় সরকারের পক্ষ থেকে দেয়া হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ সহ দেশের ৪৮ জেলায় সরকারের পক্ষ থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ প্রশিক্ষণে দিনে ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় এবার দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। এ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি ২০২৫) থেকে। এ ব্যাচের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই–লার্নিং অ্যান্ড আর্নিং লি., ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭–এর মাধ্যমে হবে।
জেলাগুলো হলো ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর; ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা; চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া; রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ; খুলনা বিভাগে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া; রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়; বরিশাল বিভাগে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা; সিলেট বিভাগে হবিগঞ্জ ও মৌলভীবাজার। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম ব্যাচে ৩ মাস মেয়াদী (৬০০ ঘণ্টা) প্রশিক্ষণ চলবে।’
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য ৪৮টি জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী আবেদন করতে পারবেন। তবে তাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে শেষ সময় হলো ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হভে না বলেও বিজ্হপ্তিতে জানানো হয়।
প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এর সঙ্গে সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থী সনদপত্র পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফির প্রয়োজন হবে না। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৮ ডিসম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের শিক্ষার্থীদের জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..